মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তিতে প্রতিবন্ধী ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে ১৫ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল ৩০ জুলাই সকাল ১০ টায় মেহের উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ডাক-টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের অধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী, কম্পিউটার শিক্ষক মোঃ সরোয়ার আলম, উপজেলা টেকনিশিয়ান মোঃ মাসুদ আলম প্রমুখ। ইউনিয়ন পর্যায়ের মহিলাদের জন্য বেসিক আইটি/আইসিটি লিটারেসি বিষয়ে ১৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে ছিলেন মোঃ মিজানুর রহমান, মোঃ তরিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মুরাদ। ইনফ্লাক লিমিটেডের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।