সারাদেশের ন্যায় শাহরাস্তিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। রোববার উপজেলার মোট ৭টি কেন্দ্রে ৪হাজার ৬শ ২২জন পরীক্ষার্থী অংশ গ্রহন করার কথা রয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রে ৩ হাজার ৭শ ১১ জন জেএসসি ও ৯শ ১১ জন জেডিসি পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থীরা। জানা যায়, এদের মধ্যে প্রবেশপত্র গ্রহনকারী মোট ৪৯ জন পরীক্ষার্থী উক্ত পরীক্ষায় অনুপস্থিত রয়েছে। জেএসসিতে কেন্দ্র ভিত্তিক ১নং কেন্দ্রে ৫জন, ২নং কেন্দ্রে ১০জন, ৩নং কেন্দ্রে ২জন, ৪নং কেন্দ্রে ১৪জন ও ৫নং কেন্দ্রে ২ জনসহ মোট ৩৩জন এবং জেডিসি’র ২ কেন্দ্রের মধ্যে ১নং কেন্দ্রে ৯জন আর ২নং কেন্দ্রে ৭জনসহ ১৬ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ গ্রহন থেকে বিরত থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে সংবাদ কর্মীদের জানান, এখন পর্যন্ত সকল পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ন ও সু-শৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা অতিবাহিত হচ্ছে। সকল পরীক্ষা সু-সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি শিক্ষক-অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তির সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
শিরোনাম:
সোমবার , ১ মার্চ, ২০২১ খ্রিষ্টাব্দ , ১৭ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।