শাহরাস্তির নাওড়া এলাকায় রেলপথের অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ডেমু ট্রেনের আঘাতে সিএনজি অটোরিঙ্ার যাত্রী নারী ও শিশুসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন শাহরাস্তি পৌরসভার সোনাপুর গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেনের স্ত্রী খুরশিদা বেগম (৫০), ফতেপুর গ্রামের আবুল কালামের স্ত্রী ফজিলাতুন্নেছা (৫৫), দেলোয়ার হোসেনের পুত্র মাহি (১২), উয়ারুক গ্রামের সোহাগের ছেলে আমজাদ হোসেন (৩) ও সিএনজি অটোরিঙ্া চালক জগতপুর গ্রামের সেলিমের পুত্র মোঃ সোহাগ (২৬)।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে লাকসাম থেকে চাঁদপুরগামী ড্যেমু ট্রেনটি নাওড়া এলাকা অতিক্রম করছিল। এমন সময় হঠাৎ করে বানিয়াচোঁ থেকে একটি সিএনজি অটোরিঙ্া দ্রুত গতিতে সেখানকার রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনটির সাথে প্রচ- আঘাতে অটোরিঙ্াটি ছিটকে রাস্তার পাশে দুমড়ে মুচড়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করে। স্বাস্থ্য কমপ্লেঙ্রে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অচিন্ত্য কুমার চক্রবর্তী জানান, আহতদের এখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও তাদের অবস্থা অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের প্রেরণ করা হয়।