শাহরাস্তি প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অর্তকীত হামলায় ৩ জন গুরুত্বর আহত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় টামটা উত্তর ইউনিয়নের বলশীদ পশ্চিমপাড়া হাতিরপুল নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায় পূর্বের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুজন, বেলায়েত ও শিহাবের সাথে কথা কাটা-কাটির এক পর্যায়ে হাতা-হাতি হয়। হাতা-হাতিতে উভয়ে মারধরের স্বীকার হয়। ঐ ঘটনার সূত্র ধরে শিহাব, পুত্র- আল আমিন ও জাবেদ একাত্তবদ্ধ হয়ে উক্ত বিষয় নিয়ে বেলায়েতকে ব্যধম মারধর করে। এতে বেলায়েত গুরুত্বর আহত হয়। স্থানীয় উয়ারুক বাজার এলাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। একই বিষয় নিয়ে হাতিরপুল নামস্থানে বলশীদ গ্রামের আবদুল মান্নানের পুত্র বখাটে শিহাব (২০), বিল্লাল হোসেনের আল আমিন (২২), জাহাঙ্গীরের পুত্র- রুবেল (২১), আনোয়ার উল্যার পুত্র- জাবেদ (২০), আলাউদ্দিন ও হুকুম দাতা হাবিবুর রহমানসহ কয়েক জন সুজনকে মারার জন্য উথ পেতে থাকে। ঘটনার দিন সোহেল, সুজন, শুভ বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র ও চুরি দিয়ে তাদের উপর অর্তকীত হামলা চালায় শিহাব গং। ঘটনার স্থলে শুভ ও কাউছার মারাত্মক ভাবে চুরি আঘাত খেয়ে শুভ মাটিতে লুটিয়ে পড়ে এবং কাউছারকে রড দিয়ে আঘাত করলে সেও অজ্ঞান হয়ে পড়ে। তাদের ডাক চিৎকারে এলাকার লোকজন তাদেরকে উদ্দার করে শাহ্রাস্তি উপজেলা কমপ্লেক্স এ ভর্তি করায়। পরবর্তীতে শুভ’র অবস্থা গুরুত্বর দেখে কুমিল্লা মেডিক্যাল কলেজ এ নিয়ে যায়। হামলা কারীরা এতেও ক্ষান্ত না হয়ে আহতদের একই বাড়ির শাহবুদ্দিনের উপরেও সন্ত্রাসী হামলা চালায়। এতে শাহাবুদ্দিন গুরুত্বর আহত হয়। তাকে শাহ্রাস্তি উপজেলা কমপ্লেক্স এ ভর্তি করার পর অবস্থা বেগতিক দেখে কুমিল্লা মেডিক্যাল কলেজ এ নিয়ে যায়। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এলাকাবাসী জানায় ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এতো বড় ধরের ঘটনা ঘটালো। ভবিষ্যতে এদরনের ঘটনা জাতে না ঘটে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।