শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তিতে তুচ্ছ ঘটনার জের ধরে ১ ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। গত রবিবার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাত ৮ টায় ফারুকের চায়ের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নরিংপুর গ্রামের আলী আজ্জনের ছেলের মোঃ এরশাদের সাথে পাশ্ববর্তী বাড়ীর ফিরোজের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। পরবর্তীতে নরিংপুর গ্রামের ফারুকের দোকানে এরশাদের ভাই রাশেদ বসা ছিল। এ সময় একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ পারভেজ দোকানে মশার কয়েল কিনতে আসলে এরশাদের ভাই রাশেদ উত্তেজিত হয়ে পারভেজকে কটুক্তি ভাষায় কথা বলে। একপর্যায়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রাশেদ, এরশাদ ও অজ্ঞাত আরও ২ জন মিলে পারভেজকে বেদম মারধর করে রক্তাক্ত জখম করে। ঘটনার সময় রাশেদ পারভেজের মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে পারভেজ লুটিয়ে মাটিয়ে পড়ে। তাৎক্ষনিক প্রত্যক্ষ দর্শীরা তাকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসারত রয়েছে। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, রাশেদ ও তার ভাই এরশাদ এলাকায় পড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যার-তার সাথে উশৃঙ্খল আচরন করছে। রাশেদ ও এরশাদ জুয়া এবং মাদকের সাথে সম্পৃক্ত রয়েছে বলেও আহতের পরিবারের লোকজন জানান।
এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের দূর্ঘটনার বিষয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতারের আওতায় আনার দাবি জানান, গার্ডয়ান বিডি নিউজের সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইঞ্জিনিয়ার আবু ইউসুফ পাটোয়ারী। তিনি বিচারের দাবিতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।