শাহরাস্তি: শাহরাস্তিতে দু’ গ্রামবাসীর বিরোধের জের ধরে পাঞ্জেগানা মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছে প্রভাবশালী মহল। ঘটনাটি সোমবার দুপুরে উপজেলার ছিমাইল গ্রামে ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার জয়নগর ও ছিমাইল গ্রামের মুসলি্লরা দীর্ঘদিন যাবৎ ছিমাইল জামে মসজিদে নামাজ আদায় করতেন। বেশ কিছুদিন পূর্ব থেকে এই মসজিদের ইমাম লোকমান হোসেনকে নিয়ে বিরোধ চলছে তার সমর্থক ও বিরোধী দুই গ্রুপে। এ নিয়ে মসজিদ পরিচালনা কমিটি দু’ ভাগে বিভক্ত হয়ে ধর্মীয় ভাবমূর্তি নষ্ট করার পাঁয়তারা করছে এমন অভিযোগ ওই মসজিদের এক মুসলি্লর। নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসলি্ল জানান, পুরাতন ইমামকে বাদ দিয়ে নতুন ইমামের নিয়োগ চান নতুন কমিটি। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে এক পক্ষ মসজিদে তালা ঝুলিয়ে দেয়। এতে ধর্মপ্রাণ মুসলি্লদের নামাজ আদায়ে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলেও তিনি জানান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দু’ পক্ষের বিবদমান পরিস্থিতির কারণে সাধারণ মুসলি্লরা যথেষ্ঠ অসুবিধার সম্মুখীন হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট মহল ও দলীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে ধর্মীয় মর্যাদা রক্ষায় সমাধান করার অনুরোধ জানান তারা।