স্টাফ রিপোর্টার:
জেলার শাহরাস্তি উপজেলায় নিখোঁজের ৮ দিন পর সাত বছর বয়সী শিশু আরাফাতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের পশ্চিম পার্শ্বের জলাশয় থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শিশু আরাফাত ইছাপুরা গ্রামের হাফেজ আহমেদের ছেলে। সে ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
শিশুর বাবা হাফেজ আহমেদ জানান, গত ১৫ ডিসেম্বর তার ছেলে নিখোঁজ হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দ্য রিপোর্টকে জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।