মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তিতে নিখোজের ৩দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২৬ আগষ্ট শনিবার বেলা ২টায় উপজেলার চিতোষী পশ্চিম ইউপি’র ৫নং ওয়ার্ডের স্পেন প্রবাসী নূর মোহাম্মদ ভুঁইয়ার রান্নাঘর থেকে এ লাশ উদ্ধার করে। নিহতের পরিবার ও এলাকাবাসীর সূত্র জানায়, গত বৃহস্পতিবার ওই ইউপির ৪নং ওয়ার্ডের আয়নাতলী দক্ষিণপাড়া পটোয়ারী বাড়ির মোঃ মনির হোসেনের (৫০) পুত্র মোঃ আশ্রাফুল ইসলাম তাহারান (১২) পাশ্ববর্তী উঘারিয়া গরু বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। নিখোঁজের তৃতীয় দিন শনিবার সকালে স্থানীয় মিজিবাড়ির মৃত হাফিজ উদ্দিনের পুত্র মোঃ জহির পাগলা স্পেন প্রবাসী নুর মোহাম্মদের পরিত্যাক্ত বাড়ির আঙ্গিনায় গরুর ঘাস কাটতে যায়। ওই বাড়ির রান্নাঘরের ভিতর থেকে পঁচা গন্ধ বের হলে স্থানীয়দের বিষয়টি অবহিত করে। পরে পথচারী ও এলাকাবাসী ঘটনাস্থল এসে একটি শিশুর লাশ দেখতে পায়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে নিখোঁজ আশ্রাফুলের পিতা-মাতা ঘটনাস্থলে এসে তাঁদের সন্তান বলে সনাক্ত করে। পরে এলাকাবাসী শাহরাস্তি থানা পুলিশকে অবহিত করলে উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক মোঃ ফয়েজ আহম্মেদসহ সঙ্গীয় ফোর্স গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান জানান, চাঁদপুর মর্গে লাশ প্রেরন করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে ।