মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তিতে পানিতে ডুবে মরিয়ম আক্তার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামের মিছাপ বাড়িতে এই ঘটনাটি ঘটে। শিশুর পরিবার সূত্রে জানায় যায়, ঐ বাড়ির দিন মজুর মোঃ ফরিদ হোসেন এর মেয়ে মরিয়ম। অন্যান্য দিনের ন্যায় শিশুদের সঙ্গে খেলা করতে ঘরের বাহিরে যায়। বেলা গড়িয়ে শিশুর মা মরিয়ম’কে খুঁজতে থাকে। চারদিকে খোজাখুজি করে না পেয়ে বাড়ির আশে-পাশের পুকুরে খুঁজতে থাকে। এক পর্যায়ে মরিয়মকে পুকুর থেকে উদ্ধার করেন। উদ্ধার করার পরে স্থানীয় শোরসাক বাজারের গ্রাম্য চিকিৎসকের নিকটে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।