মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা ॥ শাহরাস্তিতে পিতাকে মারধরের দায়ে ৩ পুত্রকে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল মাসুদের ভ্রাম্যমান আদালতে এ সাজা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিস ও শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসই গ্রামের মোঃ বিল্লাল হোসেনকে তার ৩ পুত্র তাকে বেদম মারধর করে। এ বিষয়ে বিল্লাল হোসেন শাহরাস্তি মডেল থানায় অভিযোগ করলে এস.আই কামাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স গতকাল বুধবার বেলা ১২ টায় সুরসই এলাকা থেকে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে। এরপর বিকেলে অটককৃতদের উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোঃ ওমর ফারুক (২১), মোঃ সাব্বির হোসেন (২০) ও মোঃ ওসমান গনিকে (১৮) ১৮৬০ এর ১৬০ ধারায় ১ মাসের স্বশ্রম কারাদন্ড ে প্রদান করে।