রফিকুল ইসলাম বাবু ॥
পিতার খুনি পুত্র “আকবর আলী” চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শোরসাক গ্রামের মামার বাড়ি থেকে আটক করা হয়েছে সোমবার সন্ধ্যায় । রোববার সন্ধ্যায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের স্বেতী নারায়ণপুর গ্রামে বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা করে আকবর আলীকে রোববার সন্ধ্যায় । নিহতের নাম চেরাগ আলী, তিনি বিএডিসি’র অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। পুলিশ ও প্রতিবেশী ও নিহতের পরিবার সূত্র জানায়, ওই গ্রামের মৃতঃ আঃ রহিমের পুত্র চেরাগ আলীর ৩ সন্তানের মধ্যে আকবর আলী (৪০) সবার বড়৷ সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল৷ ঘটনার সময় আকবর আলী পিতা চেরাগ আলীর সাথে দুর্ব্যবহার করলে তিনি পুত্রকে পাগলা গারদে পাঠানোর কথা বলেন৷ এতে সে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে এলোপাতাড়ি পিতা চেরাগ আলী ও মা ফুলমতি বেগমকে বেপরোয়া কুপিয়ে জখম করে৷ এতে ঘটনাস্থলেই চেরাগ আলী নিহত হয়৷ স্থানীয়রা গুরুতর আহতবস্থায় ফুলমতিকে হাসপাতালে পাঠায়৷