প্রতিনিধি
শাহরাস্তিতে বকেয়া টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভার শাহরাস্তি গেট (দোয়াভাঙ্গা) এলাকার এনায়েতের মৎস্য আড়তে এ ঘটনা ঘটে।
আহতদের পরিবার ও স্থানীয় লোকজন জানায়, দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় মোঃ এনায়েত হোসেন ও মোঃ আনোয়ার হোসেন যৌথভাবে মৎস্য আড়ৎ দিয়ে ব্যাবসা চালিয়ে আসছে। ঘটনার দিন সকালে ওই মৎস্য আড়তের ম্যানেজার মোঃ নজরুল ইসলাম পূর্বের বকেয়া টাকা মোঃ দুলাল হোসেন (২২) কে পরিশোধ করতে বলেন। এতে উভয়ের মধ্যে বাগ্বিতন্ডা শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। ফলে উভয় পক্ষের ৩ জন আহত হন। আহতরা হলেন আড়ৎ ম্যানেজার পশ্চিম উপলতা মোল্লা বাড়ির মৃত আঃ ছমিদ মোল্লার পুত্র মোঃ নজরুল ইসলাম (৫০), তাঁর শ্যালক মোঃ পাপ্পু (২৫) ও পাইকার সেনগাঁও গ্রামের মফিজুল ইসলামের পুত্র দুলাল (২২)। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে স্বজনরা জানায়।