মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তিতে বশির উল্যাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় সূয়াপাড়া জিকে মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এ বি এম জামাল উদ্দিনের সভাপতিত্বে ও বশির উল্যাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্চি. মোঃ নজরুল ইসলাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশির উল্যাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ এ বি এম সালাহ্উদ্দিন। এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ কামরুজ্জামান মিন্টু, এফ সি এ মোঃ ফখরুল আলম পাটোয়ারী। এসময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মুকবুল আহম্মেদ, সূয়াপাড়া জিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেন, মোঃ এমরান কবির, প্রফেসর মোঃ আহসান আহমেদ শামীম, মামুনুর রশিদ মামুন, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ হেদায়েত উল্যাহ সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিভিন্ন গ্রেডে ৬৪জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ফাউন্ডেশন সূত্রে জানায় প্রতি বছরের ন্যয় বশির উল্যাহ আরিফা খাতুন ফাউন্ডেশন এলাকার বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসে। যেমন চক্ষু চিকিৎসা সেবা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান সহ এলাকার বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন। আমরা যেন এ মহতি কাজ সবসময় করতে পারি সেজন্য সকরের সহযোগিতা কামনা করছি।
শিরোনাম:
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।