রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুর শাহরাস্তিতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের স্বেতী নারায়ণপুর গ্রামে চেরাগ আলী নামে বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন পুত্র আকবর আলী ৷ একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা ফুলমতি বেগম। রোববার সন্ধ্যা ওই গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে৷ নিহতের নাম চেরাগ আলী, তিনি বিএডিসি’র অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন৷ প্রতিবেশী ও নিহতের পরিবার সূত্র জানায়, ওই গ্রামের মৃতঃ আঃ রহিমের পুত্র চেরাগ আলীর ৩ সন্তানের মধ্যে আকবর আলী (৪০) সবার বড় ৷ সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল৷ ঘটনার সময় আকবর আলী পিতা চেরাগ আলীর সাথে দুর্ব্যবহার করলে তিনি পুত্রকে পাগলা গারদে পাঠানোর কথা বলেন৷ এতে সে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে এলোপাতাড়ি পিতা চেরাগ আলী ও মা ফুলমতি বেগমকে বেপরোয়া কুপিয়ে জখম করে৷ এতে ঘটনাস্থলেই চেরাগ আলী নিহত হয়৷ স্থানীয়রা গুরুতর আহতবস্থায় ফুলমতিকে হাসপাতালে পাঠায়৷ নিহতের মেঝ পুত্র এমরান হোসেন জাফরের স্ত্রী হাসিনা বেগম জানান, আকবর আলী সবসময় যাকে তাকে ধরে মারধর করতো৷ তার ভয়ে আমরা এ বাড়িতে আসতাম না৷ তার পাগলাটে স্বভাবের কারণে ২ছেলে-মেয়ে নিয়ে স্ত্রী বাপের বাড়ি চলে গেছে৷ ইউনিয়ন চেয়ারম্যান বাহাদুর জানান, চেরাগ আলীর বড় ছেলে আকবর আলী পাগল শুনেছি৷ তবে এ বিষয়ে এখনো সুনিশ্চিত কোন তথ্য পাইনি৷ শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, সংবাদ পেয়ে আমি তাতক্ষনিক ঘটনাস্থলে আসি৷ আশেপাশের লোকজনের কাছে জানতে পেরেছি আকবর মানসিক ভারসাম্যহীন৷ তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে৷