শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তিতে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই ও তার স্ত্রী আহত হয়েছে। ঘটনাটি মঙ্গলবার সকালে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে ঘটে।
আহতরা হলো মোঃ আনিছুর রহমান (৩৮) ও তার স্ত্রী জাহানারা বেগম (৩৫)। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরনে আহত ছোট ভাই আনিছুর রহমান জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৯ টায় বড়ভাই মিজানুর রহমান লোকজন নিয়ে আমার নিজ খরিদা ও দখলীয় জায়গায় মাটি ফেলতে শুরু করে। এসময় আমি তাদের নিষেধ করলে আমার ভাই মিজানুর রহমান (৪৫), তার স্ত্রী মকছুদা (৪০) ও ছেলে মোঃ মহসীন আমাকে ও আমার স্ত্রী জাহানারা বেগম (৩৫) কে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
আহতের দু’বোন পারভীন ও রোকেয়া বেগম জানান, আমাদের বড় ভাই মিজানুর রহমান ৮ বছর পূর্বে আমাদের বর্তমান বাড়ি হতে ১ শতক জায়গা ছেড়ে দিয়ে নতুন বাড়িতে দেড় শতক জায়গা দখল করে। ইদানিং তিনি আরো জায়গা পাবেন মর্মে দাবী তুলছেন। ইতোপূর্বে ৪ বার দরবার হয়েছে। বড় ভাই দরবার-শালিশ অমান্য করে এ ঘটনা ঘটিয়েছেন।
অভিযুক্ত মিজানুর রহমানের বক্তব্য নেয়ার জন্য তার মুঠোফোনে (নং ০১৭২৬—৪৪২) যোগাযোগ করা হলে তিনি সংবাদকর্মীর পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ রিপোর্ট লিখা পর্যন্ত আহত আনিছুর রহমান বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।