প্রতিনিধি
আঞ্চলিক মহাসড়কের যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টির অপরাধে ১৯ টি পরিবহনের ড্রাইভারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ১৪ মার্চ সোমবার বিকেল ৩টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা নামক স্থানে উক্ত ভ্রাম্যমান আদালত বসান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও এসআই আবদুল মান্নানসহ সঙ্গীয় ফোর্স। জানা যায়, ওই সময় বোগদাদ, আল বারাকা, পদ্মা, কর্ডোভা বাসসহ বেশ কিছু সিএনজি চালিত অটোটেম্পু চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা নামক স্থানে যানজট সৃষ্টি করে। এ ঘটনায় ৭টি বাস ও ১২টি সিএনজি অটোটেম্পু ড্রাইভারকে ১৩ হাজার ৬ শ টাকা জরিমানা করান ভ্রাম্যমান আদালত।
মটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইনের আওতায় উক্ত রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালত।