শাহরাস্তি প্রতিনিধি ॥ শাহরাস্তিতে আগামীকাল বৃহস্পতিবার মাওলানা আব্দুস সাত্তার (রঃ) এর স্মরণে ওয়াজ ও নাতে রাসুল (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক সূত্রে জানা যায়, আগামী ৩ নভেম্বর উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ভোলদিঘী হাক্কানী আঞ্জুমান পাক দরবার শরীফ প্রাঙ্গনে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ¦ মাওলানা আব্দুল মমিন পারুকী সাহেব। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তরুন বক্তা সু-মধুর কন্ঠস্বর ঢাকা নারায়নগঞ্জের বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মনিরুল ইসলাম আশরাফী। এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আলীগঞ্জ মাদ্দাখাঁ জামে মসজিদের সাবেক খতিব আলহাজ¦ হযরত মাওলানা আব্দুর রব আল কাদেরী সাহেব, আরও উপস্থিত থাকবেন – হযরত মাওলানা তাজুল ইসলাম, হযরত মাওলানা সাইদুর রহমান আল আবেদী। নাতে রাসুল (সাঃ) পরিবেশন করবেন চট্টগ্রামের আল-মাদানী ইসলামী কালচারাল সংস্কৃতি ফোরামের নাত সায়ের গণ।
মাহফিল পরিচালনা করবেন – মাওলানা মোঃ জিয়াউল হক রেজবী। এতে সার্বিক সহযোগিতায় থাকবেন – মাওলানা আব্দুস সাত্তার (রঃ) এর বড় জামাতা বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ।
আয়োজক কমিটি উক্ত মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লীদের দলে দলে যোগদান করে রাসুলে খোদা (সাঃ) এর রেজামন্দি হাসিলের অনুরোধ জানিয়েছেন।