হাসানুজ্জামান, চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে বীরমুক্তিযোদ্ধা আবদুর রউফকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা যায়, উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী দক্ষিণ পাড়া মসজিদ বাড়ির মৃত মৌলভী মোঃ আঃ গফুরের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রউফ (৬৫) গত ১৪ জানুয়ারী সোমবার দিবাগত রাত সাড়ে ৪টায় বাধর্ক্য জনিত কারণে নিজ বাসগৃহে ইন্তেকাল করেন- ইন্নালিল্লাহে ………… রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা ও বহু নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শাহরাস্তি মডেল থানার এসআই শ্যামল তার সঙ্গীয় ফোর্স নিয়ে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা জ্ঞাপন করে। এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা-বিভিন্ন মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগন উক্ত নামাজের জানাজায় অংশ গ্রহন করেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২০ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।