কাজী হুমায়ুন কবির
গত মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার বি.আর.ডি.বি. মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শাহরাস্তিতে মৌমাছি পালন বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদাউস আহম্মেদের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী।
গতকাল মঙ্গলবার এ প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। এতে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, চাঁদপুর জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ মোজাম্মেল হক খান, সহকারী পরিচালক জহির উদ্দিন, মাস্টার ট্রেইনার জহির রায়হান প্রমুখ। এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৪০ জন যুব ও যুব মহিলা অংশ নেয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।