শাহরাস্তি (চাঁদপুর) : যাকাতের অর্থ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে দান না করে তা দিয়ে ৬ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার করবা গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন মিয়া রহিমা ফাউন্ডেশন। সোমবার (১০ মে) বিকেলে ওই গ্রামে স্থায়ী জীবিকা প্রকল্পের আওতায় ২ জনকে অটোরিকশা ও ৪ জনকে ক্ষুদ্র ব্যবসার পুঁজি বাবদ নগদ অর্থ হাতে তুলে দেয়া হয়েছে।
জানা যায়, যাকাতের অর্থের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নতুন কর্মসংস্থান ও দারিদ্র্যতা দূরীকরণের লক্ষ্যে মিয়া রহিমা ফাউন্ডেশনের যাকাত ফান্ডের মাধ্যমে সংগ্রহীত অর্থ একীভূত করে ওই গ্রামের ২ জনকে ২টি অটোরিকশা ও ৩ জনের হাতে ক্ষুদ্র ব্যবসার পুঁজি বাবদ নগদ অর্থ তুলে দেয়া হয়েছে। এসময় ফাউন্ডেশনের উপদেষ্টাগণ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন
মিয়া রহিমা ফাউন্ডেশনের সভাপতি ইয়াসিন মিয়াজী জানান, দরিদ্র ও অসহায়দের জন্য আমরা সামর্থ অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। প্রতি বছর শীত বস্ত্র বিতরণ ও দরিদ্র কন্যা দায়গ্রস্থ পিতাদের আর্থিক সহায়তায় আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। যাকাতের অর্থ ক্ষুদ্র অংশে ভাগ না করে আমরা প্রতি বছর একজন করে অসহায়কে স্বাবলম্বী করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় এবছর ২ জনকে অটোরিকশা ও ৪ জনকে ব্যবসার পুঁজি বাবদ নগদ অর্থ তুলে দেয়া হয়েছে।