শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা: মরনঘাতি (কোভিড-১৯) করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে শাহরাস্তি থানা পুলিশের পক্ষ হতে মাস্ক বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় লকডাউন নিশ্চিতকরণে পুলিশের পেশাগত দায়িত্ব পালনকালে এ কর্মসূচি পালিত হয়।
শাহরাস্তি থানা সূত্রে জানা যায়, “মাস্ক পরার অভ্যাস-কোভিডমুক্ত বাংলাদেশ”এই শ্লোগানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে শাহরাস্তি থানার উদ্যোগে বিভিন্ন জনসমাগম স্থলে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কাঁচা বাজার, ঔষধের দোকানসহ প্রশাসন নির্দেশিত প্রতিষ্ঠানগুলো ব্যতীত অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান ফোকাস মোহনাকে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে লকডাউন পালনে পুলিশ কঠোরভাবে কাজ করছে। নিজেদের সংক্রমণ হতে বাঁচাতে লকডাউন মেনে চলার অনুরোধ জানান তিনি।
চাঁদপুরনিউজ/এমএমএ/