শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। উপজেলার খেড়িহর দেওয়ান বাড়িতে গত ২ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে আহতের পরিবার সুত্র জানায়, ওই গ্রামের খেড়িহর মৌজার ৬৭৯ নম্বর দাগে মৃত সোনা মিয়ার পুত্র সাখাওয়াত উল্ল্যার মালিকীয় ও দখলীয় ভুমি রয়েছে। ঘটনার দিন সকাল ৭ ঘটিকায় তার অপর ভাই ছফি উল্ল্যাহ (৬০) ভাতিজা ইমাম হোসেন (২৯) ও হোসনে আরা বেগম (৪০) সহ ১০/১৫ জন ভাড়াটিয়া লোক ওই জমি দখল করে ঘর নির্মাণ করতে আসে। এ সময় সাখাওয়াত উল্ল্যার পরিবারের সদস্যরা বাধা দিতে আসলে ছফি উল্ল্যাহ, তার পুত্র ও ভাড়াটে লোকজন তাদের পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে আলেয়া বেগম (৪২), সোহেল রানা (২৮) ও সুইটি আকতার (১৮) আহত হয়। আহতদের মধ্যে আলেয়া বেগমকে আশংকাজনক অবস্থায় ঢাকা পঙু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।