শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তিতে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে নূতন জীবন লাইভলীহুদ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) ৬ নং উয়ারুক শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভা উদ্বোধক ও সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও টামটা দক্ষিণ ইউ.পি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির মজুমদার। ফাউন্ডেশনের সি.এফ ওয়াকিবুন্নেছার সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, ফাউন্ডেশনের জেলা কর্মকর্তা মোঃ রাশিদুল হাসান, টামটা দক্ষিণ ইউ.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম. মুনির হাসান, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক পাটওয়ারী, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন পাটওয়ারী, উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তুষার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল আলম মানিক। এ সময় উপস্থিত ছিলেন টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মোশারফ হোসেন মিলন, টামটা উত্তর ইউ.পির প্যানল চেয়ারম্যান নজির আহমেদ, টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শেখ ফরিদ, ফাউন্ডেশনের সি.এফ শরিফুল ইসলাম, পি.জি আব্দুল খালেক সহ বৃহত্তর টামটা ইউনিয়নের সকল ইউ.পি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ফাউন্ডেশনের উয়ারুক শাখার ক্লাস্টার অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারকে অন্যান্য সংস্থার পাশাপাশি সহযোগিতা প্রদান এবং সুবিধা বঞ্চিত দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন, দক্ষতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ও টেকসই গ্রামণ প্রতিষ্ঠান তৈরীর মাধ্যমে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন।