মোঃ জামাল হোসেন ঃ শাহরাস্তিতে ৫২ বোতল ফেনসিডিল সহ ১ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, গত সোমবার রাত ১০টায় চাঁদপুর কুমিল্লা মহাসড়কের কালিয়াপাড়া বাসষ্ট্যান্ডে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর গামী থ-১১-১২৯৪ নং সিএনজি তল্লাশী করে ৫২ বোতল ফেনসিডিলসহ ১জনকে আটক করে। আটককৃত হলো চাঁদপুর সরদরের খলিশাডুলি এলাকার ফগারী খানের পুত্র মোঃ মানিক(৩০)।
শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন আটক করে। পুলিশের টের পেয়ে চালক পালিয়ে যায়। সিএনজিটি থানায় আটক রাখা হয়েছে।