স্টাফ রিপোর্টার:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক- বাজার তদারকি অভিযানে শাহরাস্তির ৭টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছেন জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবাশিস রায় বুধবার দুপুরে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারের মেসার্স রাকিব ষ্টোর মেয়াদ উর্ত্তিণ পণ্য রাখায় ৫১ ধারা ৫ হাজার টাকা, মেসার্স রাফি ষ্টোর ঠাকুর বাজার প্রকাশ্য মূল তালিকা না টানানো ও বিভিন্ন অনিয়মের কারণে ৩৮ ধারায় ১ হাজার, আমানিয়া হোটেল ঠাকুর বাজাের অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশের কারণে ৪৩ ধারায় ৩ হাজার, জামান এন্টারপ্রাইজ ঠাকুর বাজার প্রকাশ্য মূল তালিকা না টানানো ও বিভিন্ন অনিয়মের কারণে ৩৮ ধারায় ১ হাজার, হোটেল আগমন এন্ড রেস্টুরেন্ট কালীয়া পাড়া অস্বা¯্য’কর ও নোংড়া পরিবেশের কারণে ৪৩ ধারায় ১ হাজার, শরীফ এন্টারপ্রাইজ কালীয়া পাড়া প্রকাশ্য মূল তালিকা না টানানো ও বিভিন্ন অনিয়মের কারণে ৩৮ ধারায় ১ হাজার ও জসিম ষ্টোর কালীয়া পাড়া প্রকাশ্য মূল তালিকা না টানানো ও বিভিন্ন অনিয়মের কারণে ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় সহকারী পরিচালকের সাথে ছিলেন শাহরাস্তি মডেল থানার পুলিশ প্রশাসন ও অফিস সহকারী ইউসুফ মিয়া।