শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া (দঃ) ইউনিয়ন নরিংপুর গ্রামের আলী মিয়া বাড়ীর রাস্তা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষই শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনা বিবরণে জানা যায়, ঐ বাড়ীর মৃত আবু তাহেরে পুত্র আলমগীর হোসেন (৪২) বাড়ীর লোকজনের সাথে আলাপকালে বাড়ীর রাস্তা নির্মাণ করেন। এতে তার ২২ হাজার ৫ শত টাকা ব্যয় হয়। রাস্তার মেরামত খরচ সকলের ন্যায় মৃত নুর মিয়া কালুর ছেলে মো: কাদের আলী (৫০) কাছে চাইতে গেলে সে টাকা দিতে অস্বীকৃতি জানায়, এক পর্যায়ে কাদের আলী ক্ষিপ্ত হয়ে আলমগীর হোসেনকে বেদম মারধর করে। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। কাদের আলী পরবর্তীতে থানায় এসে আলমগীর হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরপর আলমগীর হোসেন থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন। থানার এস, আই আবুল কালাম অভিযোগ দুটির তদন্ত করতে গত ১৬ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় কাদের আলী তদন্ত কর্মকর্তা কে তদন্ত কাজে সহযোগীতা না করে ঘরের দরজা বন্ধ করে রাখেন। এস, আই কালাম ক্ষিপ্ত হয়ে ফিরে আসেন। এ ব্যাপারে এলাকাবাসি জানান, কাদের আলী একটি খারাপ প্রকৃতির লোক। বাড়ী ও এলাকাবাসী লোকজনের সাথে কোন কিছু হলেই দা, ছেনী নিয়ে হামলা করার চেষ্টা করে। এলাকায় তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে বৈঠকের সিদ্ধান্ত হয় কিন্তু কাদের আলী কাউকে তোয়াক্কা না করে একতরফা নিজের ইচ্ছে মত চলাফেরা করে। কাদের আলীর বিরুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যানও অনেক দেন দরবার করেছে। সে মামলা বাজ নামে এলাকায় পরিচিত। কোন কিছু ঘটলেই নামে বেনামে থানায় অথবা আদালতে মামলা দিয়ে সাধারণ মানুষদের হয়রানী করে থাকেন। সংঘর্ষের দিন তিনি হাতে ধারালো দা নিয়ে আলমগীর হোসেনকে আঘাত করতে আসেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে মামলার তদন্ত কর্মকর্তা জানান।