মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তির সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের দশনাপাড়া গ্রামে অবস্থিত নুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী ইমরান হোসেন মানিকের সহধর্মীনি জুন এন্ড জাইফ গ্রুপের চেয়ারম্যান জেসমিন জাহান মুন প্রধান অতিথি হিসেবে এ মাল্টিমিডিয়া প্রকেন্টরের উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ জাকির ফরাজির উপস্থাপনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মনির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রব, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ সম্পাদক ও ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন সুমন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক বেলাল হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন – বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী মহিলা সদস্য সায়েনা সুলতানা, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ম্যানেজিং কমিটির আন্তরিকতায় বিশিষ্ট ব্যবসায়ী ইমরান হোসেন মানিকের অর্থায়নে নুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন – বর্তমান সরকারের ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে শিক্ষার গুনগত মানোন্নয়নে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই শিক্ষার মনোন্নয়নে আমরা নিজ অর্থায়নে এ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করেছি। আমরা আশা রাখি, এর মাধ্যমে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে।