মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি উপজেলা সূচিপাড়া উত্তর ইউনিয়নে পাড়া নগর আদর্শ গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকাল ৪ টায় পাড়া নগর এলাকায় এ বিদ্যুতায়নের প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক ও পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি পল্লী বিদ্যুতের এজিএম (কম) দেবাশীষ পাল। সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক আবদুল মান্নান ব্যাপারী, উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি পল্লী বিদ্যুতের ইন্সপেক্টর মোঃ হুমায়ন কবির, মোঃ ফারুক আহমেদ, সেচ্ছা সেবক লীগ নেতা রেদওয়ান হোসেন সেন্টু, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়েল সহকারি প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল, উপজেলা ইয়ুথ ক্লাব সভাপতি আবদুল্লা আল মাসুদ, উপজেলা ছাত্রলীগ নেতা মহিন উদ্দিন, ইসকান্দার মিয়া সুমন,ইউপি সদস্য আবু তাহের জনি প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনার দেশ ব্যাপী উন্নয়ন কর্মকান্ডে দেশ এগিয়ে যাচ্ছে। বিদ্যুতের আলোয় সারাদেশ আজ আলোকিত। ২০১৮ সালের মধ্যে হাজীগঞ্জ-শাহরাস্তিসহ সারাদেশে শতভাগ গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে।
এ বিদ্যুতায়নের আওতায় পাড়া নগর আদর্শ গ্রামে ১শ’৫০ জন গ্রাহক তাদের ঘরে বিদ্যুতের আলো পেলো।
