শাহরাস্তির প্রধান সড়কটির টেন্ডার দু এক মাসের মধ্যে হয়ে যাবে
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম শাহরাস্তি উপজেলার প্রধান সড়কের বর্ণনা দিয়ে বলেন, এ রাস্তা দিয়ে আসতে আমার নিজেরই পিঠ ব্যথা হয়ে যায়। আমি জানি আপনাদেরও কষ্ট হয়, আপনাদের কষ্ট বুঝতে পারছি। আমি প্রতিদিন চেষ্টা করে যাচ্ছি। আমি চাই মানুষ ঝাঁকুনি ছাড়া রাস্তায় চলাফেরা করুক। এ রাস্তাটির জন্যে আমি ৪ বছর যাবৎ মন্ত্রণালয়ের সাথে কথা বলে যাচ্ছি, দু’টি মিটিং করেছি। আশা করি আগামী ২/১ মাসের মধ্যে টেন্ডার হয়ে যাবে। প্রধান ২টি সড়কের জন্যে প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা করে খরচ হবে। তিনি বলেন, এ রাস্তায় অতীতে অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু অসাধু ঠিকাদারদের জন্যে কাজ ঠিক মতো হয় নি।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশৃঙ্খলার নাম স্বাধীনতা নয়। তোমরা বুঝতে পারছো না পরাধীনতার যন্ত্রণা কতো কঠিন। আমরা যখন যুদ্ধ করি, তখন মা-বাবার কথা জানতাম না। আমরা জীবনের ঝুঁকি নিয়েছিলাম নিজের স্বার্থে নয়। আমরা দেশের জন্যে, আগামীর প্রজন্মের জন্যে যুদ্ধ করেছি। আজকের স্বাধীনতা তোমাদের জন্যে একটা উপহার। তিনি বলেন, যে জাতি সুশৃঙ্খল নয়, সে জাতি স্বাধীনতা রক্ষা করতে পারে না। তোমরা স্বাধীনতার মূল্য তখনই উপলব্ধি করতে পারবে, যখন রাখাইনের রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতনের চিত্র দেখবে।
সূচীপাড়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবেক সচিব মোঃ হাবিব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোঃ আবুল কালামের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যন মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিব উল্লাহ মারুফ, পৌরসভার মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু।
কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবির ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক দর্জি, মনির হোসেন, মোঃ মোস্তফা কামাল মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, যুগ্ম সম্পাদক খোকন বিশ্বাস, প্রচার সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল প্রমুখ।
এরপর বেলা ১২টায় তিনি পঞ্চনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিতের উপর একতলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিদ্যালয় ম্যনেজিং কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান মানিকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ টেনারী সমিতির সাবেক সভাপতি মোঃ হারুন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, মেহের ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম।