শাহরাস্তির সূচিপাড়া উবির জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তির সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবীব উল্ল্যাহর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাইরেক্টর আবদুস সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ আলমগীর হোসেন মিলন, আওয়ামীলীগ নেতা আবু ইউছুফ মিলন,ইউপি সদস্য মোঃ আবু তাহের জনি, সহকারি শিক্ষক পার্থসারথী চক্রবর্তী,প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাহরাস্তির নুনিয়া ফাযিল মাদ্রাসার উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ
শাহরাস্তি নুনিয়া ইসলামি ফাযিল মাদ্রাসার উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সিনিয়র প্রভাষক মাওঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গভনিংবডির সভাপতি মোঃ শহিদ উল্লাহ পাটওয়ারী, অভিভাবক সদস্য মোঃ আনোয়ার হোসেন,মোঃ ফারুক আহমেদ, ডাঃ মোঃ শাহজাহান, মোঃ আবদুস সাত্তার, এসময় উপস্থিত ছিলেন সেকান্দর আলী মাষ্টার, মোঃ রুহুল আমিনসহ শিক্ষক,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ
শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আব্দুল কাদের ও জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান, সমাবেশে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা অহিদুর রহামন মিয়া, মহসিন মজুমদার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ জিলান মিয়া, এমরান হোসেন, শাহ এনামুল হক কমল, সমাবেশে শিক্ষক বৃন্দুর পক্ষ থেকে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ, সিনিয়র শিক্ষক আবুল কাশেম, নাজমা আক্তার, রাজিয়া বেগম, সরফত উল্লাহ, ওমর শরীফ প্রমুখ। সমাবেশে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৪৫ জন শিক্ষার্থী বক্তব্য রাখেন।
শাহরাস্তির ফরিদ উদ্দিন উবির জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ
শাহরাস্তির ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতোষী পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জোবায়েদ কবির বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রকৌশলী নুরুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য শামীম আহসান রতন, শামীর ্আহমেদ, ডাঃ মীর শাহজাহান, এসময় উপস্থিত ছিলেন মোঃ সেকান্দর আলী মাষ্টার, মোঃ জাকির হোসেন নসু, মোঃ আনোয়ার হোসেনসহ শিক্ষক অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেহের ডিগ্রী কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা
সারা দেশের ন্যায় মেহের ডিগ্রী কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উপাধ্যক্ষ মোঃ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, কলেজ গভনিংবডির সভাপতি ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, গভনিংবডির সদস্য শাহ মোঃ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান ব্যাপারী প্রমুখ।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই উন্নয়ন কর্মকান্ড ব্যহত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। এদেশে কখনও জঙ্গিবাদ সন্ত্রাস করতে দেয়া হবে না। জনগণকে সাথে নিয়ে এদেশ থেকে জঙ্গিবাদ উৎখাত করা হবে। আলোচনা সভা কলেজের শিক্ষক কর্মচারী অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাহরাস্তির চিতোষী ডিগ্রী কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ
জামাল হোসেনঃ শাহরাস্তি চিতোষী ডিগ্রী কলেজের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ হানিফের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ জসিম উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক পাটওয়ারী, কলেজ গভনিংবডির সদস্য মোঃ আলী হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ইয়াহিয়া খানসহ কলেজ শিক্ষক,অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।