শাহরাস্তি প্রতিনধিঃ
শাহরাস্তির মেহার উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ-মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমানের উপস্থাপনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক মানিক লাল দত্ত। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক মন্ডলী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী বৃন্দ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয় প্রধান শিক্ষক, তিনি তার বক্তব্যে বলেন, আগামী ১ ফেব্রুয়ারী ২০১৬ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার পূর্বে প্রবেশপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ ঠিকমতো দেখে নিবে। সুষ্ঠ পরিবেশে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান। এমন কিছু করনা যাতে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়।