প্রতিনিধি আজ ৪ ডিসেম্বর শুক্রবার শাহরাস্তি উপজেলার পৃথক স্থান হতে ২ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
ঘটনাদ্বয়ে ২ যুবককে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিবরনে জানা যায়, গতকাল শুক্রবার ভোরে উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী রাগৈ বিলের গম খালের পাড়ে অজ্ঞাত যুবকের(৩২) লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। এরপর তারা শাহরাস্তি মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
যুবকের লাশ দেখতে হাজার হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। মৃতদেহের পাশে থাকা একটি গাছের ঢাল, ছুরি ও পিতলের একটি চাবি উদ্ধার করা হয়। মৃতদেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। লাশটি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। ধারণা করা হচ্ছে তাকে গভীর রাতে খুন করা হয়। তার পরনে ছিল সাদা টি শার্ট-ক্রিম কালারের শার্ট ও জিন্স প্যান্ট, মুখে খোঁচা খোঁচা দাঁড়ি।
ঘটনার স্থানটি কোলাহল মুক্ত এই বিলে গত ২ বছর পূর্বে এক হতভাগ্য মহিলার লাশ পাওয়া যায়। যার পরিচয় আজো মিলেনি।
এলাকাবাসি জানায়, রাগৈ বিলটি শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকা, এর পাশেই হাজিগঞ্জ ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা। অতীতকাল থেকেই এই বিলে খুন, চুরি-ডাকাতির ঘটনা ঘটে আসছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির সন্ধান পাওয়া যায় নি।
এদিকে সকালের ঘটনার রেশ কাটতে না কাটতেই বিকেলে উয়ারুকে আরেক যুবকের লাশ পাওয়া যায়। উয়ারুক রেল ক্রসিং এর পূর্ব পাশে স্থানীয় সালেহা বেগম শিম গাছে পানি দিতে এসে কলা বাগানের মাঝে বসে থাকা অবস্থায় এক যুবককে দেখতে পায়। এ সময় সালেহা বেগম চিৎকার দিলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে যুবকের বসা অবস্থায় মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।নিহতের মামা ফরিদ লাশটি সনাক্ত করে। সে জানায়, নিহতের নাম মাহবুব আলম (৩৫) পিতাঃ আঃ রব মাস্টার, তার বাড়ি কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের ভোলাইর বাড়ি।
জানা যায়, গত ২ ডিসেম্বর মাহবুব নিখোঁজ হয়। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ হতে মাইকিংও করা হয়েছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকান্ডের কারন জানা যায় নি। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান,রাগৈ বিলে খুন হওয়া যুবকের পরিচয় পাওয়া যায় নি। এ ব্যাপারে পার্শ্ববর্তী থানা গুলোতে বার্তা প্রেরণ করা হয়েছে। মৃতদেহগুলো মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের ও পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।