মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তির সূচিপাড়া উত্তর ইউনিয়নে ১০টাকায় কেজি চাল বিক্রি শুরু হয়েছে। উপজেলার সূচিপাড়ার উত্তর ইউনিয়নের সদ্যঘোষিত খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রের জন্য স্বল্প মূল্যে খাদ্য শস্য বিতরণ অনুষ্ঠিত হয়। গত শনিবার সকাল ১০ টায় শোরসাক বাজারে এ চাল বিক্রি হয়। উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মুনছুর আহম্মদের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেনের সঞ্চালনায় হত দরিদ্রের মাঝে চাল বিক্রি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন ইউ পি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন মন্টু ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকবাল আহম্মেদ ইউপি সদস্য মোঃ নুরুন্নবী, মোঃ কবির হোসেন, মোঃ হাতেম আলী ও ছাত্রলীগ নেতা মোঃ দেলওয়ার হোসেন সহ এলাকার গণ্য মাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ডিলার সূত্রে জানায় এই ইউনিয়নের ৫১৫ পরিবারকে ৩০ কেজি মাস প্রতি চাল প্রদান করা হবে।
শাহরাস্তি চিতোষী পশ্চিম ইউনিয়নে ১০ টাকায় কেজি চাউল বিক্রি শুরু
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তি চিতোষী পশ্চিম ইউনিয়নের ১০ টাকায় কেজি চাউল বিক্রি শুরু উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের সদ্যঘোষিত খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রের জন্য স্বল্প মূল্যে খাদ্য শস্য বিতরণ অনুষ্ঠিত হয়। গত শনিবার সকাল ৯টায় থেকে ৪টা পর্যন্ত ইউনিয়নের আয়নাতলী বাজারে ৫২৬ পরিবারকে ৩০ কেজি করে চাল বিক্রি করা হয়। ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ডাক্তার শাহজানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মোঃ জহিরুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে ১০ টায় কেজি চাল বিক্রি উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ জোবায়েদ কবির বাহাদুর এ সময় উপস্থিত ছিলেন স্থানিয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইউপি সদস্য ও এলাকার গণ্য মাণ্য ব্যক্তিবর্গ। উদ্বোধন অনুষ্ঠানে অতিথির বক্তব্য বলেন বর্তমান সরকার নির্বাচনী ইস্তেহার ঘোষনা অনুযায়ী। এ দেশের মানুষকে ১০টায় কেজি চাউল খাওয়াবেন এবং ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিবেন। তারই দ্বারা বাহিকতা হিসাবে এই চাউল বিক্রি শুরু হয়েছে।