প্রতিনিধিঃ-
মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম বলেছেন, বাংলাদেশের যেকোনো অঞ্চল হতে শাহ্রাস্তিতে নারী শিক্ষার হার বেশি। ড. এম.এ সাত্তার প্রনীত বেইসের মাধ্যমে ষ্টাইপেন্ড চালু করায় এটি সম্ভব হয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাকে সহজলভ্য করতে হবে। শেখ হাসিনা সরকার এ জন্য উদার শিক্ষানীতি গ্রহণ করেছে। প্রযুক্তিগত শিক্ষার সুযোগ পেলে শিক্ষার্থীরা নিজেই উদ্যোক্তা হতে পারবে। সারা বিশ্বের কাছে বাংলাদেশ আইটি ক্ষেত্রে সুপরিচিত। তবে অনেকের ছেড়ে পিছিয়ে, তাদের টপকাতে হবে। আইউব খান প্রনীত শিক্ষা ব্যবস্থায় এ দেশের শিক্ষা ব্যয় অধিক ছিল। এজন্য নি¤œ আয়ের লোকেরা উচ্চ শিক্ষার সুযোগ পেত না। বর্তমান সরকার শিক্ষাকে সহজলভ্য করার জন্য বিনা মূল্যে ৩০ কোটি বই বিতরণ করেছে। বিশ্বের বহু দেশে এমনটি নেই। আজ ৯ জানুয়ারী শাহরাস্তি উপজেলার করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, জনসংখ্যা ও শিক্ষার হার অনুপাতে ভবিষ্যতে চাকুরির সম্ভাবনা ক্ষীন হয়ে আসছে। লেখাপড়া করে শুধু সরকারি চাকুরির দিকে চেয়ে থাকলে হবে না, নিজেরা উদ্যোক্তা হতে হবে। বিনিয়োগ সংস্থাকে এনে এব্যাপারে শিক্ষার্থীকে ধারণা দিতে হবে। সরকার শিক্ষা নীতি প্রণয়ন করলেও মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন হচ্ছে না। শিক্ষার গুণগত মানের কাঠামো বিশ্লেষণ করার অবস্থা আমাদের নেই। এব্যাপারে তদারকি বাড়াতে হবে।
কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শাহ্রাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, কলেজ প্রতিষ্ঠাতা মরহুম ড. এম.এ সাত্তারের সহোদর বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মোশারেফ হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফরিদ উল্যা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ্ব আবদুল লতিফ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কলেজ অধ্যক্ষ লায়লা আর্জুমান্দ বানু। কলেজের সহকারি অধ্যাপক এ.কে.এম মাহবুবুল হকের সঞ্চালনায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন- সহকারি অধ্যাপক উৎপলা রানী পাল। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন- ঢাকা জেলার দায়রা জর্জ ইসরাত জাহান কনক, ঢাকা মেডিকেল কলেজের সহকারি রেজিষ্ট্রার ডাঃ সিরাজুম মুনিরা, বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা আক্তার।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, উপজেলা যুবলীগের আহ্বায়ক তোফায়েল আহমেদ ইরান, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি রেদওয়ান হোসেন সেন্টু, শাহ্রাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোশারেফ হোসেন মুশু, সাধারণ সম্পাদন নিজাম উদ্দিন মিজান, সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোস্তফা কামাল মজুমদার, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ দিদার পাটওয়ারী, শাহ্রাস্তি পৌর যুবলীগের আহ্বায়ক শাহ্ এনামুল হক কমলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।