রফিকুল ইসলাম বাবু,
চাঁদপুরে শাহরাস্তি খেড়িহর ব্লুবেল মডেল একাডেমীতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে খেড়িহর ব্লুবেল মডেল একাডেমির যাত্রাশুরুর পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন। একাডেমীর পরিচালনা পর্ষদের সভাপতি টিপু খানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শহীদ ফজলুর রহমানে ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিছুর রহমান বিজয়, একাডেমীর পরিচালক শামছুল হক মিয়াজী, শাহরাস্তি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা শাহাদাত ভুঁইয়া, আবদুস সাত্তার পাটওয়ারী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফেজ আহমেদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রুহুল কুদ্দুস মিয়াজী, মো. ইউছুফ, আ. লতিফ মিয়াজী, আ. মতিন পাটওয়ারী, শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম ভূঁইয়া, মীর হোসেন বাবলু প্রমুখ।