নিজস্ব প্রতিনিধি-
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দেবকারা দারুল উলুম নূরানী তা’লিমূল কোরআন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, এ মাদ্রাসা শিা প্রতিষ্ঠানে প্রায় ২০ বছর পূর্বে স্থানীয় কয়েকজনের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়। তাদের মধ্যে উনিও একজন। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন স্থানীয় সৌদি প্রবাসী হাজি মোঃ আব্দুর রহিম। তিনি এলাকার প্রভাবশালী হওয়ার কারনে নিজের প্রভাব খাটিয়ে মাদ্রাসার আয়-ব্যয় কাউকেও না দিয়ে নিজের মতো করে প্রতিষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছেন। তিনি প্রভাবশালী হওয়ায় ওনার বিরুদ্দে স্থানীয় কেউ মুখ খুলতে সাহস পায় না। শিকরা অনিয়মের বিরুদ্ধে কিছু বললেই তাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিদায় করে নিজের অনুসারি শিক নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে। ইতিমধ্যে একজন প্রধান শিককে কোন কারণ না দেখিয়ে বিদায় করে দিয়ে তার অনুসারি মাওলানা মোঃ তাজুল ইসলামকে প্রধান শিক হিসেবে নিয়োগ দেন। এ নিয়ে এলাকায় বেশ গুঞ্জন দেখা দিয়েছে। হাজী মোঃ আঃ রহিম একজন সৌদি প্রবাসি। তিনি বিদেশ থাকাবস্থায় এ প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে কয়েকটি বিদেশী প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা নিয়ে নিজের বাড়ি এবং শাহরাস্তিতে মার্কেট তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। তিনি গত ৭/৮ মাস যাবৎ দেশেই অবস্থান করছেন। স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে ল ল টাকা আত্মসাত করার ঘটনায় কেউ মুখ খুললেই তাকে দেখে নেওয়ার হুমকি ধমকি দিচ্ছে। এলাকাবাসীর অভিযোগ এ প্রতিষ্ঠানটিতে প্রায় দু’শতাধিক শিার্থী পড়াশুনা করছে। কিন্তু বর্তমান সভাপতি একের পর এক অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানটির মানসম্মান ুন্ন করছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তপে জরুরী বলে তারা জানায়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।