প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি পৌর নির্বাচনে ১২টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ছাড়া বাকি কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে কাজিরকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এ ঘটনায় সুমন হোসেন (২৪) নামে এক ছাত্রলীগ কর্মীসহ অন্তত ৫জন আহত হয়। পরে দুপুর ১টায় দ্বিতীয় দফায় কাজির কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ এবং ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থগিত হওয়া কেন্দ্রে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। নির্বাচনে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার ২৬ হাজার ৩৮ জন।