শাহরাস্তি-হাজীগঞ্জের একটি ঘরও বিদ্যুৎ সুবিধার বাহিরে থাকবে না
————-মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তি আয়নাতলী দক্ষিণপাড়ায় শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আয়নাতলী দক্ষিণপাড়ায় প্রধান অতিথি হিসেবে টেলিকন্ফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. শাহজাহান পাটওয়ারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, পল্লী বিদ্যুৎ শাহরাস্তি জোনাল অফিসের এজিএম মোঃ আবদুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক আবদুল মান্নান বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শোয়েব দেওয়ান, ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক জাকির হোসেন নসু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মিজানুর রহমান বিএসসি।আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোজাম্মেল হোসেন কাজল, ছাত্রলীগ নেতা টিটু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, এ শুভ গ্রাম বিদ্যুতায়নের আওতায় ৬০টি পরিবার বিদ্যুৎ সুবিধা পেয়েছে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী ২০১৭ সালের মধ্যে শাহ্রাস্তি-হাজীগঞ্জের একটি ঘরও বিদ্যুৎ সুবিধার বাহিরে থাকবে না। সরকার সাধারণ মানুষদের কথা চিন্তা করে এজন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। প্রতিটি ক্ষেত্রে এ সরকার উন্নয়ন করছে। যার ব্যতিক্রম এ উপজেলাও হবে না। আপনারা সকল উন্নয়নে অংশীদার হবেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চিতোষী পশ্চিম ইউপির আয়নাতলী দক্ষিণপাড়ায় শুভ গ্রাম বিদ্যুতায়ন অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপরোক্ত কথাগুলো বলেন।