সাখাওয়াত হোসেন মিথুন, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতাঃ
চাঁদপুরের শাহরাস্ত্মি উপজেলার এক ইউনিয়ন যুবদল নেতা গুম হবার ঘটনা ঘটেছে। শাহরাস্ত্মি মডেল থানায় নিখোঁজ হওয়া যুবদল নেতার স্ত্রী একটি নিখোঁজ ডায়রি করেছে।
জানা যায়, উপজেলার মেহের দঃ ইউনিয়নের দক্ষিণ নোয়াগাঁও মাইজের বাড়ির মফিজুল ইসলামের পুত্র মহসিন আলম গত বুধবার চাঁদপুরে বিএনপির জনসভায় যোগ দিয়ে রাত ৯টায় কালীবাড়ি পৌছার পর আর বাড়ি ফেরেনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মহসিন আলম মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার লক্ষ্যে উপজেলা ব্যাপী পোস্টারিং ও ডিজিটাল ব্যানার করেছে। ধারণা করা হচ্ছে উক্ত নির্বাচনী প্রচারণার কারণে তাকে গুম করা হয়েছে।
বিশ্বস্ত্মসূত্রে জানা যায়, দলীয় কোন্দলের কারণে ও মহসিন গুম হওয়ার সম্ভাবনা রয়েছে। শাহরাস্ত্মিতে মতিন-মমিন গ্রম্নপের মধ্যে দলীয় কোন্দল বর্তমানে চরম আকার ধারণ করেছে। মহসিন ইঞ্জিনিয়ার মমিন গ্রম্নপকে সমর্থন করে বিধায় অন্য গ্রম্নপের রোষানলে এমনটি ঘটতে পারে বলে ঐ সূত্র থেকে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দলীয় নেতৃবৃন্দ এখনো নীরব ভূমিকা পালন করছে।
এ বিষয়ে তার স্ত্রী রাবেয়া বেগম জানান, গুম হওয়ার দিন দুপুরে খাবার শেষে চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। এরপর আর ঘরে ফেরেনি। সে সকল আত্নীয় স্বজনের বাড়িতে খোঁজখবর নেয়া হয়েছে কিন্তু কোন খোঁজ মেলেনি।
চাঁদপুর নিউজ সংবাদ