শাহরাস্তিতে মেহের উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭০তম জন্ম বার্ষিকী লক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মোঃ জামাল হোসেনঃ
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মেহের উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব কাঁকৈরতলা বাজার জামে মসজিদ এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মেহের উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী জাবেদ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলমের সঞ্চালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, বিশেষ অতিথি ছিলেন মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য জিয়াউল কবির দুলালসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, অন্য, বস্ত্র, বাসস্থান, যোগাযোগসহ সকল ক্ষেত্রে দেশ আজ বিশেষ কাছে স্বংয় সম্পূর্ণ রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। মিলাদ মাহফিলে স্থানীয় সাংসদ সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম ও তার সহধর্মীনি রুবি ইসলামের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- কাঁকৈরতলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ইউনুছ।
শাহরাস্তিত উপজেলা তাতীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭০তম জন্ম বার্ষিকী লক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
মোঃ জামাল হোসেনঃ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী তাতীলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা মোঃ জহিরুল হক পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা তাতীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাইনুদ্দিন মানিকের সঞ্চালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন- চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, বিশেষ অতিথি- ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল আজিজ মানিক, সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ ফারুকুল আলম, উপজেলা তাতীলীগের আহবায়ক মোঃ ইব্রাহিম খলিল, ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহসিন, উপজেলা তাতীলীগের যুগ্ম আহবায়ক মোঃ মজিদুল হোসেন সবুজ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, প্রভাষক জাহাঙ্গীর আলম, মোঃ আবুল হোসেন, সেলিম ভূঁইয়াসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্যরা বলেন- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, অন্য, বস্ত্র, বাসস্থান, যোগাযোগসহ সকল ক্ষেত্রে দেশ আজ বিশেষ কাছে স্বংয় সম্পূর্ণ রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। মিলাদ মাহফিলে স্থানীয় সাংসদ সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম ও তার সহধর্মীনি রুবি ইসলামের সুস্থতা কামনা করে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- উপজেলা ওলামা লীগের সভাপতি ও কাদরা কর্ণপাড়া মাদ্রাসার সুপার মাওলানা মোঃ বিল্লাল হোসেন।