মোঃ জামাল হোসেন ঃ
শাহারাস্তিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোহাম্মদ হাবিব উল্লাহ্ যোগদান করেছেন। আজ বুধবার তিনি এ দায়িত্বভার গ্রহন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (অনার্স), এমবিএ সম্পূর্ণ করে ২৭তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে শরীয়তপুরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চাকুরীতে যোগদান করেন। ২০১৫ সালে অস্টেলিয়ার সিডনিতে আন্তর্জাতিক আইন বিষয়ে লেখাপড়া সম্পূর্ণ করে ১ জুন ২০১৫ তারিখে রাঙ্গামাটি জেলার নালিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি ওই কর্মস্থল থেকে আজ শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ভার গ্রহন করেন। নতুন কর্মস্থলে যোগদিয়ে প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি শ্রেণির ব্যক্তির সাথে কুশল বিনিময় করেন। ওই সময় তিনি তাঁর দায়িত্ব পালনকালে উপজেলার সর্বস্তরের জনগনের সহযোগিতা কামনা করেন।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।