প্রতিনিধি
‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় একটি র্যালি উপজেলার মেহের উচ্চ বিদ্যালয় হতে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে মিলিত হয়। পরে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিকনফারেন্সের মাধ্যমে দেয়া বক্তব্য সারাদেশের ন্যায় শাহরাস্তিতে প্রজেক্টরের মাধ্যমে আপামর জনতার উদ্দেশ্যে সম্প্রচারিত হয়।
র্যালি’র শুরুতে উন্নয়ন মেলার বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ্ মারুফ।
র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, ভাইস চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মানিক লাল মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, শাহ্রাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর হোসেন মামুন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ওয়াহিদুর রহমান, পৌর প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপলা রানী পাল, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ আবুল কালাম, রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক রতন কান্তি দত্ত, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও এলাকার সুধিজন।
আয়োজক সূত্রে জানায়, সরকারের বিগত ৭ বছরের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড প্লে-কার্ড, ব্যানার, পেস্টুন ও মেলায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জনগনকে অবহিত করার জন্য এ মেলার আয়োজন। মেলায় ৪৩টি স্টল স্থান পেয়েছে।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।