স্টাফ রিপোটার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলীতে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রী (১২) ধর্ষনকারী লম্পট জেলান্তর গাজী ওরপে ফিকাশ জেলাকে (৫৬) অবশেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । গত ৩০ মে চাঁদপুরের অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পলাতক অবস্থায় আসামী জেলান্তর গাজী হাজির হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন । গত ৮ মে স্কুল ছাত্রীর পিতা মোঃ মফিজ গাজী বাদী হয়ে অভিযুক্ত জেলান্তর গাজীর বিরুদ্বে চাঁদপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীন ২০০৩ )এর ৯ (৪) (খ) এ মামলাটি দায়ের (মামলা নং ১৭ ) করেন । ওই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত জেলান্তর গাজী পরবর্তীতে ঘটনা থেকে বাঁচতে তার স্ত্রী নুরজাহান বেগমকে দিয়ে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে । আদালত ওই মামলাটি মডেল থানায় এজহার কারার নির্দেশ দেন (মামলা নং ৩৮ ) । উক্ত মিথ্যা মামলায় স্কুল ছাত্রীর পিতা মফিজ গাজীসহ মোট ৪ জনকে আসামী করা হয় । এ মামলায় মফিজ গাজীসহ অপরাপর আসামীরা ইতিপৃর্বে আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন । জানা গেছে, লম্পট জেলান্তর গাজী বিরুদ্বে এলাকার শিশুদের ধর্ষনের একাধিক অভিযোগ রয়েছে । কোন ঘটনারই ইতিপৃর্বে বিচার হয়নি । সব ঘটনাই সে প্রভাবশালীদের ম্যানেজ করে পার পেয়ে যায় । কিন্তু এবার তাকে ধর্ষনের ঘটনায় মামলায় জেলে যেতে হয়েছে । এ জন্য বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে এবং মডেল থানা পুলিশ ও আদালতকে ধন্যবাদ জানিয়েছে । এলাকাবাসী এ ঘটনায় তার বিচারের দাবীতে শুরুতেই প্রতিবাদ মুখর হয়ে উঠেছিল । এ ঘটনায় চাঁদপুর মডেল থানার ভূমিকাও ছিলো গুরুত্বপুর্ন ।
শিরোনাম:
বুধবার , ১৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।