স্টাফ রিপোটার ঃ চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী গ্রামে ৫ম শ্রেণীর (১২) স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনায় ১৩দিন পর রবিবার চাঁদপুর মডেল থানায় মামলা রেকর্ড করা হয়েছে । স্কুল ছাত্রীর পিতা মফিজুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত লম্পট ধর্ষক জেলান্তর গাজী ওরপে ফিকাশ জেলা (৬০ ) কে আসামী করে এ মামলা দায়ের করা হয় । মডেল থানার মামলা নং ১৭ । ধারা নারী নির্যাতন দমন আইন ২০০৩ সংশোধনী ৯(৪) খ । চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের নির্দেশে অবশেষে এ মামলা দায়ের করা হয় । এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান,এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে । আসামী লম্পট জেলান্তর গাজীকে গ্রেফতারে সবধরনের পদক্ষেপ নেয়া হবে । এ ব্যাপারে এসআই রফিকুল ইসলাম জানান, সরজমিনে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত জেলান্তর গাজীর বিরুদ্বে তদন্তকালীন সময়ে এ ধরনের ঘটনায় জড়িত থাকার একাধিক অভিযোগ পাওয়া গেছে । । এলাকাবাসীও জেলান্তর গাজীর প্রতি চরম ক্ষুদ্ধ । তারা এ ঘটনায় তার বিচার চায় । এ ব্যাপারে স্কুল ছাত্রীর পিতা মফিজুল ইসলাম জানান, এ ঘটনায় আইনী সহায়তা পাওয়ায় মডেল থানার ওসি এবং এসআই রফিক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি । স্থানীয় দৈনিক পত্রিকাগুলো এবং এলাকাবাসীও ধন্যবাদ সহযোগিতার জন্য । এখন আসামী জেলান্তর গাজীকে গ্রেফতার করে আইনী ব্যবস্থা গ্রহন করা জরুরী । সেই সাথে আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে । এলাকাবাসী জানায়,লম্পট জেলান্তর গাজীর বিরুদ্ধে এ ধরনের অনেক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে । স্থানীয় ভাবে বিচার ও জরিমানা হয়েছে । কিন্তু তার কোন পরিবর্তন ঘটেনি । এখন আমরা তার এ ঘটনায় উপযুক্ত বিচার চাই । মডেল থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আইনী পদক্ষেপ গ্রহন করায় । অবিলম্বে আমরা লম্পট জেলান্তর গাজীকে গ্রেফতার করে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহন করা জরুরী হয়ে পড়েছে ।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।