স্টাফ রিপোর্টার ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপির সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের ব্যবস্থাপনায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসার অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ত্রানের শীতবস্ত্র কম্বল বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে শীতবস্ত্র কম্বল বিতরন অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাওলানা মিজানুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
এ সময় উপস্থিত ছিলেন, মাদরাসার গভর্নিং বডির দাতা সদস্য হাফেজ মো: জাকির হোসেন তপাদার, মাদরাসার প্রধান মুহাদ্দেস মাওলানা আখতার হোসাইন, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লা, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, অফিস সহকারি মো: রিয়াদ হোসাইনসহ ছাত্র-ছাত্রীবৃন্দ।
এ সময় মাদরাসার অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন ও গভর্নিং বডির দাতা সদস্য হাফেজ মো: জাকির হোসাইন তপাদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।