স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ্মাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠান গতকাল ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় । বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রুশদীর সভাপতিত্বে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজির পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন -অর রশিদ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার,সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন,সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান,উত্তর শাহ্তলী যোবাইদা বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,শাহ্তলী আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন ,মধ্য শাহতলী কাদেরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা রাশেদা নাসরিন, পাইকদী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন,ভাঁটেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম মিজি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাওলানা আব্দুল হালিম গাজী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ সফিক কারী,প্রাক্তন অভিভাবক সদস্য মোঃ নুরুজ্জামান মুন্সি,বর্তমান মহিলা অভিভাবক সদস্য আয়শা বেগম,অভিভাবক শহীদুর রহমান মুন্সি,ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম তালুকদার,পাইকদী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ মোস্তফা চেীধুরী,উত্তর শাহ্তলী যোবাইদা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নজরুল ইসলাম মিজি,শাহ্তলী কামিল মাদরাসার ছাত্র আব্দুল্লা শাকুর প্রমুখ । মতবিনিময় অনুষ্ঠানে আসন্ন এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ ও অধিক সংখ্যক শিক্ষার্থীদের জিপিত্র-৫ প্রাপ্তির ব্যাপারে সর্বোচ্চ আশাবাদ ব্যক্ত করা হয় । পরীক্ষার্থীদের জন্য বাড়তি ক্লাস ও শিক্ষকদের নিয়ে মোবাইল টীম এর মাধ্যমে বাড়ী বাড়ী পরিদর্শন করার ব্যবস্থা নেওয়া হয়েছে । নিয়মিত বিদ্যালয়ে ক্লাস করতে হবে । কেউ না আসলে অভিভাবকদের মতামত সাপেক্ষে সে সব পরীক্ষার্থীদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না । এ বিদ্যালয়ের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে । এ জন্য অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।