স্টাফ রিপোটার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী রুশদী বাড়ী নিবাসী অবসরপ্রাপ্ত সরকারি কমকর্তা মোঃ হাবিবুর রহমান মুন্সি ইন্তেকাল করেছেন (ইন্না ..রাজিউন ) ।
গত ৩১ অক্টোবর সোমবার রাত সাড়ে ১০টায় শাহতলীস্থ নিজ বাড়ীতে বার্ধ্যকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন । তিনি দীর্ঘদিন যাবত লিভারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর । তিনি স্ত্রী,২ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । তিনি ঢাকা ওয়াসাা সুপারভাইজার পদে চাকুরী করেছিলেন । গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শাহতলী রেল স্টেশন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় । জানাজার নামাজের পৃর্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী,শাহতলী কামিল মাদ্রাসার ২য় মোহাদ্দেস মাওলানা আক্তার হোসেন,মরহুমের জামাতা শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহিবউল্যাহ,মরহুমের ভাই শহীদুর রহমান মুন্সি প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন ,জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ,৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ তাহের হোসেন রুশদী,চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান,বালিকা মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা এ এফ এম আমিন উল্যাহ,হামানকর্দ্দী ইউপি নবনির্বাচিত মেম্বার মোঃ ফারুক সরকার,কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক মুন্সি,শাহতলী স্টেশন জামে মসজিদের মোয়াজ্বেন মাওলানা ইব্রাহীম মিয়া,স্থানীয় সমাজকর্মী মোঃ নুরুজ্জামান মুন্সি,মরহুমের বড় ছেলে আহসান হাবিব রিমন প্রমুখ । উল্লেখ্য মরহুম হাবিবুর রহমান মুন্সি বিশিষ্ট শিক্ষাবিদ জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম এ টি আহমেদ হোসাইন রুশদীর ভাই এবং চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদীর দাদা ।