ইমরান নাজির, মতলব দক্ষিণঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কৃতিসন্তান নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কামরুল এহ্সান শান্তি খাঁন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি———রাজেউন)। ২৪ নভেম্বর সকাল ১১টায় ঢাকার রেনেসাঁ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কামরুল এহ্সান শান্তি খাঁনকে গত ১৮ নভেম্বর পিত্তথলির পাথর অপারেশনের জন্য ঢাকার রেনেসাঁ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অপারেশনের পর কিডনি এবং হৃদরোগে আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এদিকে গতকাল ২৪ নভেম্বর সকাল ১১টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন রোববার বাদ এশার নামাজের পর নারায়ণপুর শাহী ঈদগাঁ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, নারায়নপুর ডিগ্রি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামে-কেরামসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেয়। জানাযার নামাজ শেষে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, অঙ্গীকার বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল আমিন মিয়াজী ও কার্যনির্বাহী পরিষদের সভাপতি ওমর ফারুক মৃধা সহ সংগঠনের নেতৃবৃন্দ।