রেদওয়ান আহমেদ জাকির:
মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী বলেছেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি আরো বলেন, একমাত্র খেলাধুলাই পারে ছাত্র-ছাত্রীদের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে। অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনে জাতীয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখবে। দেশের ক্রীড়াঙ্গনের ভালো খেলোয়াড়রা গ্রামাঞ্চল থেকে গিয়েই জাতীয় পর্যায়ে ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে মনের বিকাশ ঘটানো সম্ভব। এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় জাতীয় পর্যায়ে অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সোমবার মতলব দক্ষিণের আধারা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অভিভাবক সৌদি প্রবাসী আলহাজ্ব কাজী গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএমএ রাজ্জাক। বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ছাদেকুর রহমান এফসিএ, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ আইয়ুব আলী, দাতা সদস্য আলহাজ্ব মোঃ জয়নুল আবেদীন, অভিভাবক সদস্য আলমগীর হোসেন মানিক, মোঃ এনামুল হক, মোঃ মিজানুর রহমান মুন্সী, শিৰক প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম ও মোঃ মনির হোসেন।
এ সময় সামাজিক, রাজনৈতিক, অভিভাবক ও বিভিন্ন পেশাজীবীর লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিদের বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।