সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :চাঁদপুরে শীঘ্রই চালু হচ্ছে হাজীগঞ্জ-কচুয়া-গৌরপুর সড়ক। এটি চালু হলেই রাজধানী ঢাকার সাথে দÿিণাঞ্চলের ৬০ কিলো মিটার যাতায়াত পথ কমে যাবে।
গত বুধবার সকালে ১৯ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা প্রসাসক ফরিদুল ইসলাম মজুমদার (রাজস্ব)সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামসহ সড়কটির ম্াত্র ১ কিলো মিটার পথ অধিগ্রহন শেষে অবৈধ দখল মুক্ত করলেন।
ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, কচুয়া উপজেলার নির্বাহী কর্মকতা জিয়া আহমেদ সুমন, হাজীগঞ্জ থানা ভারপ্রপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, কচুয়া থানা ভারপ্রপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
সড়কটির অবশিষ্ট কাজ শেষ করতে গত ২০১০-১১ অর্থ বছরে ১ কোটি ৭৪ লÿ টাকা টেন্ডার সম্পন্ন হয়েছে। আগামী বছরের ১৩ জুনের মধ্যে সড়কের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
১৯৯৬ সালে আওয়ামীলীগ ÿমতায় এলে কচুয়া ১ আসনের সংসদ সদস্য ও পরিকল্পানা প্রতিমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এই সড়কটির পরিকল্পনা হাতে নিয়ে এডিবির অর্থায়নে এ সড়কের কাজ শুরম্ন করেন। হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের ১ কিলো রাস্ত্মা অধিগ্রহন না থাকায় সড়কের কাজ অসমাপ্ত থাকে। ২০০১ সালে বিএনপি নেতৃত্তাধীন ৪ দলীয় জোট সরকার ÿমতায় এসে এ সড়কের অসমাপ্ত কাজ এডিবি থেকে বাদ পড়ে। যার কারন র্দীঘদিন এই সড়কটি জনসাধারণের কাজে আসেনি। বর্তমান সরকার ÿমতায় এসে পূর্ণায় এ সড়কের কাজ শুরম্ন করে। ইতোমধ্যে কাচাঁ কয়েক কিলোরাস্ত্মা পাঁকার কাজ সম্পূন্ন হয়েছে। অবশিষ্ট্য ১ কিলোরাস্ত্মা অধীগ্রহন সহ পাঁকা করনের কাজ শুরম্ন হওয়ায় সড়কটিতে যাতায়াত পথে আর কোন বাধাই রইলো না।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।